পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় বাজারের স্বপন বিশ্বাস এর মিষ্টির দোকানে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানকালে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে মিষ্টির দোকান মালিক কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন, পেশকার মো. ইব্রাহীম হোসেন, হিরেন্ময় ব্যানার্জি, আনসার প্রসেনজিৎ সহ সঙ্গীয় ফোর্স।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এ প্রতিনিধিকে বলেন, অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযানে শুধু জরিমানা ও সর্তক বার্তা করা হচ্ছে। পরবর্তীতে আইন অমান্য করা হলে কারাদন্ড সহ দোকান গুলো সিলগালা করে দেওয়া হবে। ভোক্তা সাধারণের কথা চিন্তা করে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।