আশাশুনি ব্যুরো : আশাশুনি প্রসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সেক্রেটারী সমীর রায়, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য, ক্রীড়া ও প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
সভায় বিগত সাধারণ সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, প্রেসক্লাবের একজন সদস্যর সদস্যপদ সাময়িক স্থগিত ও দুইজন সদস্যর আগামী ১৪ আগষ্টের মধ্যে কার্ড ও পত্রিকা জমা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ, প্রেসক্লাবের উপদেষ্টা একেএম ইমদাদুল হক (আবুল স্যার), সিনিয়র সদস্য সদ্য প্রয়াত বাহবুল হাসনাইন এবং মরহুম ডাঃ আবুল বাশার ও জালাল উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।