অহিদুজ্জামান দেবহাটা ব্যুরো: সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। বিশ্বের যে সব দেশ এগিয়ে যায় তাদের দেশী ও বিদেশী শত্রুরা বিভিন্ন ভাবে দমন করার চেষ্টা করে। মনে রাখা দরকার বিগত দিনে শত্রুরা ছিল, এখনো আছে, আগামীদিনও থাকবে।
তাই আমাদের পিছিয়ে পড়া দেশকে যখন এগিয়ে নেওয়া হচ্ছে তখনই আমাদের উন্নয়নকে থমকে দিতে পরিকল্পিত হামলা করা হচ্ছে। সন্ত্রাসীরা যে কোন সময় দেবহাটায় থাবা দিতে পারে, উপজেলা প্রশাসনসহ সকল নেতাকর্মী, সকল ইউপি চেয়ারম্যান ও জনগনকে সচেতন থাকার আহবান জানান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক। মঙ্গলবার (৩০জুলাই) সকাল ১১ঘটিকায় দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এর মাসিক সভায় তিনি একথা বলেন।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক (এমপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলী মোর্ত্তোজা আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আ: ওহাব, ইমাম সমিতির সভাপতি হাফেজ আ: সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, দেবহাটা সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম ও বিজিবি প্রতিনিধি প্রমূখ।
সভা শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নিহত দেবহাটার শিক্ষার্থী আসিফ হাসানের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সুদম্ক্তু ক্ষুদ্রঋণ, ভিক্ষকু পুনবার্সন, হুইল চেয়ার ও বিভিন্ন অনুদানে চেক বিতরন করা হয়, ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণ, ৬ জনকে হুইল চেয়ার এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৮জনকে ৩ হাজার টাকা হারে প্রদান করা হয়।