শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া প্রতিনিধি : কোটাসংস্কার আন্দোলনকে পুঁজি করে সম্প্রতি সারাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আ’লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিন্ধের স্বপক্ষে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌর সদরের যশোর-সাতক্ষীরা সড়কের পাশে পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষনার পর থেকে তারা যাতে ধর্ম প্রচারের নামে গ্রামগঞ্জে,হাটবাজার ও মোড়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে সেলক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। এমনকি যেখানেই তারা তাদের কার্যক্রম চালাবে সেখানেই প্রতিহত করতে হবে।
বর্তমান এই প্রযুক্তির যুগে আমাদের নেতাকর্মীদের সাইবার যুদ্ধ করতে হবে। ইন্টারনেট ব্যবহারকারী যুবসমাজ তৈরী করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের দলীয় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-বিএনপিকে সুমুলে বিলীন করে দিতে হবে। প্রত্যেক নেতার বাহিনী বা লোক থাকতে হবে, তানাহলে তাদের রাজনীতি করার দরকার নেই। তাদেরকে শুধু ভোটার হয়ে থাকার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, দেশ বাঁচানোর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন ক্রমেই দুবৃর্ত্তায়নদের জায়গা দেওয়া যাবে না।
আগষ্ট মাস আসলেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-বিএনপি সন্ত্রাসী মূলক কার্যকলাপ শুরু করে। তাই আওয়ামীলীগসহ অংগসংঘটনের প্রত্যেক নেতা-কর্মীকে সর্তক থাকতে হবে। এমনকি সরকার বিরোধী কোন কথা বললে সেখানেই তাকে কঠোরভাবে প্রতিহত ও জবাব দিবে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, আ’লীগ নেতা আলতাফ হোসেন লাল্টু, মহিলা আ’লীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন রতœা, রবিউল আলম মল্লিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,আব্দুল আজিজ, আব্দুল জলিল, মাস্টার হাফিজুর রহমান, শফিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, মাহবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা,আবজাল হোসেন হাবিল, আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, আসলাম হোসেন,যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসু, শহিদ আলী, শ্রমিক নেতা মিঠু, আ’লীগ নেত্রী কাজল মেম্বর, মোস্ত,সুলতালসহ শতশত নেতাকর্মী। সমাবেশ শেষে একটি মিছিল কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে উপস্থিত নেতাকর্মীদের দুপুরে খাওয়ানো হয়।