দেবহাটা ব্যুরো : দেবহাটায় আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া বাগানপাড়া এলাকায়। শিমুলিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর দুই ছেলে আব্দুল আজিজ ও আব্দুল ওহাব, মৃত মফিজ উদ্দিন গাজীর ছেলে গোলাম হোসেন এবং মৃত বেলায়েত গাজীর ছেলে পিয়ার আলীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধ করে এ প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
রাস্তাটি বন্ধ করায় চরম বিড়ম্বনা ও দুর্ভোগে পড়েছেন আশপাশের পরিবার গুলো। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩১ জুলাই) সরেজমিনে দেখা যায় দীর্ঘদিনের চলাচলের এ রাস্তাটি বন্ধ করে ইট-বালু ও সিমেন্ট দিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করছেন অভিযুক্তরা।
অবরুদ্ধ পরিবার গুলোর সদস্যদের মধ্যে কবির হোসেন বলেন, আমাদের ১২টি পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। রাস্তা বন্ধের কারনে আমরা আর কাজে বের হতে পারছিনা, ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ থাকলেও অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জনদুর্ভোগ নিরসণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার ওসি সহ সংশ্লিষ্টদের কাছে দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা।