আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে স্বাক্ষাৎ করেছেন পৌর ৭নং ওয়ার্ডের নারী নেতৃবৃন্দ। সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এ স্বাক্ষাৎ অনুষ্ঠানে সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি দেশের চলমান নৈরাজ্যকর পরিস্থিতি তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়ন বিরোধী অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান। একই সাথে সকল প্রকার গুজব প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে নারীদের বেশি বেশি ভূমিকা পালনের কথা বলেন।
তিনি বলেন বিএনপি-জামায়াত-শিবিরসহ জঙ্গীবাদী অপশুক্তি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। তারা প্রতিনিয়ত মিথ্যাচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সে জন্য নারীদের বেশি বেশি ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ডের নারীনেত্রী ফুলমতি মাখাল, রীতা রানী মাখাল, পুতুল ঢালী, সন্ধা সরকার, কল্যাণী সরকার, সুমী রানী, জ্যোন্সা রানী, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. আল মাহমুদ পলাশ, নারী নেত্রী কাজী মেহেরুন আফরোজ প্রমুখ।