অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় এক ভিক্ষুককে পুনবার্সনের জন্য গরু উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ আগষ্ট) বেলা ১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কোমরপুর গ্রামের ভিক্ষুক সায়রা খাতুনকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটি গরু প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্ত্তোজা আনোয়ারুল হক ও সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় অফিসার মনোজিত মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হোসেন ও ইউপি সদস্য রবিউল ইসলাম সহ উপকারভোগীরা।