বিশেষ প্রতিনিধি : ভরবো মাছে মোদের দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অফিসার দীপংকর দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ. ফ. ম রুহুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক মারুফ হোসেন, শিমুল হোসেন, আলমগীর হোসেনসহ উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরেণ অতিথিবৃন্দ।