নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরায় আটক ৬জন এইচএসসি পরীক্ষার্থীকে আদালত জামিন মঞ্জুর করেছেন। দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে শুক্রবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সনিয়র জুডিসিয়াল ম্যাজ্যিষ্ট্রেট আদালতের বিচারক মো. সালাউদ্দীন আহম্মেদের আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষে শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের কাজী সাকিব হাসান (১৯), শহরের ইটাগাছার তাসিন ফারহান নিলয় (২২), দেবহাটার জগন্নাথপুর গ্রামের জাহিদ হোসেন(১৯), একই গ্রামের ফাহিম হোসেন(১৯), দেবী শহরের আসাদুল্লাহ ওরফে আকাশ (২০) ও সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর শেখ সাইফুল ইসরামের ছেলে শেখ নাফিজুল ইসলাম (২০)। আসামীপক্ষের আইনজীবী আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করছেন।