এস এম মহিদার রহমান : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলা কমিটির অনুমোদন দেন।
এ কমিটিতে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম আবুল কালাম আজাদকে সদর উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর কে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রমজান আলীকে সহ-সভাপতি, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সরদারকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমানকে অর্থ সম্পাদক, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক এ্যাড কাজী আব্দুল্লাহ আল হাবিবকে আইন বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের জনবানী পত্রিকার বিভাগীয় ব্যুরো চিফ মোঃ আতিয়ার রহমানকে প্রচার সম্পাদক, পাক্ষিক নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন জনিকে ক্রীড়া সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক নূর মোহাম্মাদ পাড়, দৈনিক যুগের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রভাষক এস এম রজব আলী, সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সহ-সম্পাদক মোঃ আব্দুল মান্নান, খবর টিভির জেলা প্রতিনিধি শেখ ফারুক হোসেন এবং দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে কার্যকরী সদস্য করা হয়।