শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে জেলা সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৩, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : জেলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (৩ জুলাই-২৪) কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে উপজেলা সভাপতি অধ্যাপক এস. এম হারুণ উর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধীক অধ্যাপক গাজী আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম.জামান, কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মনজুর লুৎফর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। কালিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুকুমার দাশ বাচ্ছু, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী সোহরাব।

সাহিত্য পরিষদের কালিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আফছার উদ্দীন আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক প্রভাষক রামপ্রসাদ ঘোষ, সহ দপ্তর সম্পাদক শেখ আতিকুর রহমান, প্রচার সম্পাদক জিএম পারভেজ, সহ প্রচার সম্পাদক আব্দুর রব, সিনিয়র সদস্য এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু,র সার্বিক পরিশ্রমে সফল হয়েছে। টানা বর্ষা উপেক্ষা করে কবি ও সাহিত্যিকদের মহতি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর, দেবহাটা, সাতক্ষীরা ও আশাশুনী উপজেলার কবি এবং সাংবাদিকবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে অংশগ্রহনকারী সকলকে “মেঘ মেদুর” নামের একটি ফোল্ডার প্রদান ও রজনীগন্ধার গুচ্ছ তুলে দিয়ে বরণ করা হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর