বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জে ছাত্রজনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করে কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম বলেন উপজেলা এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো প্রকার উস্কানিমূলক ও হয়রানি মূলক কার্যকলাপ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে থেকে বিএনপির বিজয় মিছিল নিয়ে কালিগঞ্জের বিভিন্ন সড়ক পরদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, উপজেলা কৃষকদলের সেক্রেটারী নওশের আলী ও যুবনেতা বাবু প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।