এ. মাজেদ : সদর উপজেলা ধুলিহর ব্রহ্মরাজপুর এলাকার বিভিন্ন জায়গায় লুট ও চাঁদাবাজি রোধে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ৭ আগস্ট বুধবার রাত ৯টায় ধুলিহর ব্রহ্মরাজপুর বিএনপির উদ্যোগে- ব্রহ্মরাজপুর বাজারের বালিথা চৌরাস্তা মোড় এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ তারিকুল হাসান। তিনি বলেন- উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নিষেধ করেন। এ বিষয়ে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কর্মীদের হুশিয়ার করেন তিনি।
সংখ্যালঘু পরিবার ও মন্দির, সরকারি স্থাপনা নেতাকর্মীদের পাহারা দিয়ে সুরক্ষা করার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন ১৬ বছরের আওয়ামী দুঃশাসন আমলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতিটি জুলুম নির্যাতন ও অন্যায়ের আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। বিশেষ করে কোন ভাবেই আইন নিজের হাতে তুলে না নিতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন তিনি।
সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কথা বলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদি, জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ও আব্দুল আলীম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু ও জিয়াউল ইসলাম জিয়া, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন আফিল, যুবদল নেতা-নুরুল ইসলাম বাবু, মিলন হোসেন, উজ্জ্বল, গোলাম মোস্তফা বাবু, ব্রহ্মরাজপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বিএনপির নেতা-তাকদির আহসান রুবেল, আনারুল ইসলাম, শাহাজান আলীসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।