দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুরে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯আগষ্ট) জুম্মা নামাজের পর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে শ্রীরামপুর বাজার খান জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বজলুর রহমান, ভোমরা ইউনিয়ন বিএনপির সিনিয়র-সহ সভাপতি ফরিদ আহমেদ লালটু, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা সোনা ও আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নিজামউদ্দীন, সদর উপজেলার কৃষক দলের যুগ্ন আহবায়ক হুমায়ন কবির ও ভোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীরামপুর বাজার খান জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন।