ডেস্ক রিপোর্ট : ১০ আগষ্ট সকাল ১০টায় সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন এর সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি উপস্থিত থেকে এ উপলক্ষে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদসহ সীমান্তবর্তী কলারোয়া থানার নিরাপত্তা জোরদার করেছে। কলারোয়া থানায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি মোবাইল সেবা চালু করা হয়েছে। বিজিবির এহেন কার্যক্রমের ফলে ইতোমধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
কলারোয়া থানায় বিজিবি’র নিরাপত্তা জোরদারের ফলে ইতোমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রমেও গতি ফিরতে শুরু করেছে। জনগণ বিভিন্ন সেবার জন্য থানায় যাওয়া-আসা শুরু করেছে। এলাকার আইন-শৃঙ্খলা পূণপ্রতিষ্ঠা ও স্বাভাবিক রাখার লক্ষ্যে বিজিবি কর্তৃক উক্ত উদ্যোগ গ্রহনের ফলে উপস্থিত ব্যক্তিবর্গ বিজিবিকে ধন্যবাদ জানান এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে পুর্ণ সহযোগিতা প্রদানের আশ্বস প্রদান করেন।
এ সময়ে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সাতক্ষীরা জেলা ও কলারোয়া থানার উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, জামায়াত ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
##