শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রেস ব্রিফিংয়ে ১৭ বিজিবির অধিনায়ক

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ১০, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কোটা বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতনের সুযোগে দোকানপাট, অফিস, বাড়িঘর, ভাঙচুর দখলবাজ লুটেরাদের কোন দল নাই। দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করণীয় সেটা বর্তমান সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা, নৌ, বিজিবি, পুলিশ সেটা করবে।

এ বিষয়ে উপজেলার সকল শ্রেণী, পেশা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। সারা দেশের ন্যায় গত ৫ আগস্টের পর হতে চলমান পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সুধীজন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্র সমন্বয়কারী কমিটির সঙ্গে প্রেস ব্রিফিং করলেন (নীলডুমুর ১৭) ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক কর্নেল সানবীর হাসান মজুমদার।

শনিবার (১০আগস্ট) বেলা দেড়টায় কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কালিগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় কমিটির ছাত্র, সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে সকলের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন কয়েকদিন যাবৎ কালিগঞ্জ থানাটা অকার্যকর অবস্থায় পড়ে আছে।

আমি উপস্থিতি সকলের উদ্দেশ্যে অনুরোধ করবো কালিগঞ্জ থানাটা দীর্ঘদিন অকার্যকর অবস্থায় পড়ে আছে এই অকার্যকর অবস্থায় যদি পড়ে থাকে এইভাবে চলতে থাকে তাহলে থানায় যারা আছেন অফিসার আছে বা থানা সদস্যরা আছেন তাদের চেয়ে সমস্যাটা বেশি কিন্তু সাধারণ মানুষ বা আপনাদের বেশি হচ্ছে। এইটা আমাদের কোনভাবেই কাম্য ছিল না। হয়তোবা আমরা উত্তেজনা বশত করে ফেলেছি। এখন সময় এসেছে উত্তেজনা পরিহার করতে হবে এবং থানাটি সকলে সর্বত্বভাবে সহযোগিতা করতে হবে। দেশের সবচেয়ে থানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের চেন অফ কমান্ড। পুলিশ ভাই তাদের মনে অনেক কষ্ট আছে।

অনেকের মনে অনেক ক্ষোভ আছে চাইলেও সঠিক কাজ করতে পারেন নাই। আমরা সকলে সবাই মিলে পুনরায় থানাটি আবার এমন ভাবে দাঁড় করাবো যেন মানুষের সেবক হিসেবে তারা কাজ করতে ও দায়িত্ব পালন করতে পারে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব ও মানসিকতা তৈরি করতে হবে। তা না হলে পারিবারিক শত্রæতা ,পারিবারিক দ্ব›দ্ব , জায়গা জমি জবরদখল আছে, বাড়ি দখল সহ বিভিন্ন ধরনের সমস্যা কোন দিন সমাধান হবে না, জনগণ সেবা পাবে না। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনি হিসেবে পরিচিতি পাশাপাশি আমরা নিয়োজিত হয়েছি আমাদের প্রধান দায়িত্ব এখনএই মুহূর্তে সেটা আপনারা জানেন বাংলাদেশে প্রতিটি থানা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো তা না হলে আমাদের জনগণ জনসেবা পাবে না।

দেশের আইন-শৃঙ্খলা যেভাবে অবনতি হয়েছে সেটা আর সহজে ফিরে পাওয়া যাবে না। এজন্য দেশের প্রতিটি নাগরিক সাধারণ মানুষ বিশেষ করে কালিগঞ্জের সাধারণ মানুষ প্রতিটি নাগরিক যারা আছেন সবাই সহযোগিতা করুন সবাইকে অনুরোধ করছি সবাই মিলে পুলিশের সহযোগিতা করে পুনরায় জনগণের সেবার মাধ্যমে জনগণের হাতে তুলে দিতে পারি এজন্য আপনারা সহ সকল জনগন সবাইকে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বর্তমান আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন কালিগঞ্জ উপজেলা দায়িত্ব প্রাপ্ত বিজিবির ইনচার্জ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বশির আহমেদ, কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন,উপজেলা বিএনপির সদস্য সচিব ডঃ শফিকুল ইসলাম বাবু, হাসনাত আলী নাজমুল ইসলাম বাবু,তকবির আলম, সহ উপজেলা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপজেলা ছাত্র সমন্বয় কমিটির আহবায়ক রাকিব হোসেন, ছাত্র নেতা সাকিব হোসেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওহিদুর রহমান ছোট, ছাত্র নেতা শেখ সোয়েব আহমেদ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ মানুষ, সাংবাদিকগণ ও অসংখ্য ছাত্র সমন্বয় কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ার হেলাতলায় জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক কমিউনিটি সভা বাস্তবায়ন

মুন্সীগঞ্জে জামায়াত ইসলামীর যুব সমাবেশ

সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের ১০ম মৃত্যু বার্ষিকী পালন

যশোরে ইজিবাইকে বাসের ধাক্কায় নারী নিহত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, প্রতিবন্ধী) শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

কালিগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

কালিগঞ্জে থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

সদরের বিভিন্ন স্থানে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোরশেদের নির্বাচনী গণসংযোগ