ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে বাংলাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগষ্ট) বিকালে কুশুলিয়া ইউনিয়নের ঝিরনগাছা হাটখোলায় অনুষ্ঠিত হয়েছে।
জাসাস উপজেলার শাখার আহ্বায়ক মুরশিদ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ আব্দুল হামিদ এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জা সা স সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জিল্লুর রহমান, এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাসাস এর সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ রোকনুজ জামান, উপজেলা জাসাসের সদস্য সচিব মো: মারুফ বিল্লাহ, যুগ্ম আহবায়ক শাহাজন সিরাজ, স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী শরিফুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা যুগ্ম সম্পাদক গাজী ফারুক হোসেন। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও মোঃ আব্দুল জলিল।