সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্রীউলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ১২, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে (১২ আগষ্ট) ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বকচর রেডিয়েন্স ক্লাবের দ্বিতীয় তলায় এ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সমন্বয়ক মুরশিদ আলম রাব্বীর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন সমন্বয়ক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেলিম হোসেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের রোকনুজ্জামান,সাতক্ষীরা সরকারি কলেজের আব্দুর রহমান, আবুল কালাম ইউসুফ, রাকিবুল হাসান, মাওলানা আব্দুর রহমান,অহিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন যুব সমাজ রুখে দাড়ালে সবই সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার প্রমাণ।তারা এই দেশকে বীরত্ব, সাহসিকতা দেখিয়ে গেছে।এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের কে আমরা শ্রদ্ধা জানাই।
ধর্মীয় বিভেদ ভূলে যেয়ে সকল ছাত্র-ছাত্রীদের একত্রিত হয়ে দেশের জন্য কাজ করার জন্য এবং শহীদদের প্রতি দোয়া করার জন্য আহ্বান জানান।সমন্বয়ক এস এম বিপ্লব হোসেনের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা জোবায়ের হোসেন,সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হাকিম।দোয়ানুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি রফিকুজ্জামান ছোট্টু, সদস্য সচিব মফিজুল ইসলাম,
যুগ্ন আহবায়ক আতাউল্লাহ চৌধুরী, বিএনপি নেতা আলামিন হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম,ইউপি সদস্য আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক,ইয়াছিন আলী, মহিষকুড় মৎস্য সেটের সভাপতি আরিফ মোল্ল্যা প্রমুখ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর