শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর(১৩) ও ইয়াছিন(১০) নামে দুই শিশু পুরষ্কৃত হয়েছে। সোমবার রাত ৯ টায় শ্যামনগর থানায় যেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানের হাতে ঐ অস্ত্র ও গুলি উঠিয়ে দেয় তারা। জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি।
পুরস্কৃত হওয়া শিশুরা উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে। পুলিশ সুত্র জানায় খেলার সময় বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায় দুই শিশু। পরবর্তীতে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় যেয়ে জমা দেয়। এসময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান জানান,শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দ্ইু শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব। লুটকৃত জিনিসপত্র ফিরিয়ে দেয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহবান জানান তিনি।