শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা যুবদলের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মিছিলটি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বর থেকে বের পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলারোয়া বাজারে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম দিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭-১৮ বছর আওয়ামী লীগের কারণে আমরা কোন মিছিল সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি। প্রতিনিয়ত হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিন্তু কিছুই বলিনি, ভুলেনি। এমনকি সাবেক এমপি হাবিবসহ অন্যান্য নেতাদের কথিত মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার বিষয়টি তুলে ধরা হয়। তারা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল নেতাকর্মীকে শান্ত রাখার জন্য বারবার তাগিদ দিচ্ছি। তার মানে এই নয় যে, এই সুযোগে আওয়ামী সন্ত্রাসীরা কোন অপকর্ম অপতৎপরতা চালাবে। তাদেরকে বলতে চাই আপনারা কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করবেন না।
নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে, তাকে তার উদ্দেশ্যে বলতে চাই- এই অন্তর্র্বতীকালীন সরকার ছাত্রজনতা ও আমাদের আন্দোলনের ফসল। আপনি সাবধান হোন অথবা পদত্যাগ করে চলে যান। এ ছাড়া মিছির ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ ১২টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা ।