নিজস্ব প্রতিনিধি : বৈষম্য না রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র সাথে মতবিনিময় করেছেন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুজ্জামান সাহেদ।
বুধবার মোঃ আতিকুজ্জামান সাহেদ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবন্ধিদের উন্নয়নে বৈষম্য না রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার দাবি জনান।
এসময় পুলিশ সুপার খুবই আন্তরিক এবং সৎ পরামর্শ দান করেন। জেলা প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুজ্জামান সাহেদ প্রতিবন্ধী ব্যক্তিরা আর ব্যবহার হবে না। এবং আসন্ন নির্বাচনে তাদেরকে সংসদেও দেখা যাবে সে ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করেন মোঃ আতিকুজ্জামান সাহেদ। সাহেদ বলেন, সব থেকে বড় কথা একজন প্রতিবন্ধী ব্যক্তির ব্যাথা একজন সুস্থ মানুষের ক্ষেত্রে বোঝা সম্ভব নয় আসুন আমরা প্রতিবন্ধী এবং অসহায় ব্যক্তিবর্গের পাশে দাঁড়ায় এবং তাদের অধিকার সুনিশ্চিত করি।