ফিংড়ী প্রতিনিধি : আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও ছাত্র কোটা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া এক নম্বর ওয়ার্ড সরকারী প্রাইমারি স্কুল মাঠে আয়োজন করেন শিমুল বাড়িয়া এলাকাবাসী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
তিনি বলেন, জুলুম নির্যাতন সহ্য করার পরে আজ আমরা প্রান খুলে আলোচনা করতে পারছি। দীর্ঘ ১২ বছর যাবত আমি পুলিশের ভয়ে আত্মগোপনে ছিলাম। কখনও ময়মনসিং, কখনও খুলনা, কখনও আশাশুনিতে। আমাদের সতীর্থরা অনেকেই গ্রেপ্তার হয়ে জেলে থাকায় দীর্ঘদিন যাবত সূর্যের মুখও দেখতে পাননি। এই নির্যাতন সহ্য করতে গিয়ে আমাদের মধ্য থেকে অনেকেই হারিয়ে গেছেন।
আজ আমরা বিজয়ী হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এজন্য পরম করুনাময় আল্লাহুর কাছে অশেষ শুকরিয়া জানায়। আলহাজ্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ও কোটা আন্দোলনকারী ছাত্রসমাজের শহীদ আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ফিংড়ি ১৪ নম্বর ইউনিয়নবাসীর জন্য দোয়া কামনা করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, সুপার গাভা দাখিল মাদ্রাসা, সাতক্ষীরা সদর উপজেলা নায়েবে আমির বাংলাদেশ জামায়েতে ইসলামী, মোঃ ইউসুফ হোসাইন সরদার ইউপি সদস্য ১নং ওয়ার্ড শিমুল বাড়িয়া।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ বনি আমিন সরদার, সহকারি সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় করেন, মাওলানা মোঃ আলাউল করিম ম্যারেজ রেজিস্টার ১৪ নং ফিংড়ী ইউনিয়ন।