বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ প্রেসক্লাবে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক শেখ লুৎফর রহমান, সদস্য সৈয়দ হাসানত আলী, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক মেম্বার সৈয়দ হেমায়েত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির অন্যতম নেতা এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, গাজী জাহাঙ্গীর কবীর, সদস্য কাজী আল মামুন, শেখ আব্দুল করিম মামুন হাসান, হাফেজ আব্দুল গফুর, জাহাঙ্গীর হোসেন, শেখ নাজমুল ইসলাম, আলমগীর হোসেন, ইশারাত আলী, শাহাদৎ হোসেন, শিমুল হোসেন, মারুফ হোসেনসহ সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন নেতাকর্মীরা এলাকার পরিবেশ স্বাভাবিক ও শান্ত রাখতে স্বচেষ্ট থাকতে হবে। দেশ নায়ক,ও আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের শান্তির বার্তা সবস্থানে পৌছে দিতে হবে। আমরা বিশৃঙ্খলা চাইনা, সহাবস্থানে থেকে এলাকায় নিজ নিজ ব্যবসা বানিজ্য করতে চাই। তবে কেহ অতি উৎসাহী হয়ে শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইলে তার সমুচিত জবাব দেওয়া হবে। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।