এ. মাজেদ : সদর উপজেলার ধুলিহরে আওয়ামী সরকারের দুঃশাসনের স্বীকারে পরিণত হয়ে অসংখ্য মিথ্যা মামলার আসামি বড়দল গ্রামের মোঃ ফারুক হোসেন (৪০) দীর্ঘ একযুগ আত্মগোপনে ছিলেন। সকল মিথ্যা মামলায় জামিন নিয়ে তিনি ১৬ আগস্ট শুক্রবার সাতক্ষীরা তথা ধুলিহরে ফিরে আসে।
এই উপলক্ষে ধুলিহর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকাল ৪.৩০ টায় কেন্দ্রীয় বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি এবং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার মাজার জিয়ারত করে ধুলিহর ইউনিয়নের বিভিন্ন স্থানে মটর সাইকেলে আনন্দ মিছিল করে।
ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি আল. মো. কবির হোসেনের সভাপতিত্বে আনন্দ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. ফারুক হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক মো. আল কালাম আবু অহিদ বাবলু, কিসমত আলী, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, নেছারুদ্দীন মনি, ইমদাদুল হক, মোকলেছুল হক, ইলিয়াস হোসেন বাবু, আজগার আলী, মাহমুদ হাসান বাবলু, লাভলু হোসেন, আব্দুল আলীম, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, অহিদ আলী, আব্দুল হামিদ এবং আব্দুল হাকিম প্রমুখ।