লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯ তম জন্ম দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বুধহাটা কবির সুপার মার্কেটস্থ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে জন্ম দিনের কেক কাটা ও দোয়া অনুষ্ঠান করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কবির আহমদ ঢালী সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে জন্ম দিনের কেক কাটেন। এসময় বিএনপি ইউনিয়ন সেক্রেটারী খোরশেদ আলম, ৫ নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা রফিকুজ্জামান বকুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, রফি, হুমায়ুন কবির রানা,আলহাজ্ব আঃ রব, শওকত, আবু সাঈদ, মহিউদ্দীন, ওমর ফারুক, ফারুক হোসেন লেলিন, আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে দেশনেত্রী খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রবিউল ইসলাম।