নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণসায়র খাল থেকে কুড়িয়ে পাওয়া অগ্নিনির্বাপক যন্ত্র সদর থানায় জমা দিলেন এক যুবক। সাতক্ষীরার সুলতান পুর বড় বাজারের চায়ের দোকানদার রবিউল ইসলাম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রাণসায়র খালে একটি অগ্নিনির্বাপক ভাসতে দেখেন। এসময় রবিউল ইসলাম খালে নেমে ওই অগ্নিনির্বাপকটি উদ্ধার করেন।
পরে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক শেখ মনিরুল ইসলামের পরামর্শে সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহী আবজার ও হাসানের মাধ্যমে সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে অগ্নিনির্বাপকটি হস্তান্তর করেন।