শহিদুল ইসলাম : মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত অসহায় বেলাল হোসেনের পাশে সহযোগিতার হাত বাড়ালেন সাতক্ষীরার নাট্যশিল্পী ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক শেখ মনিরুল ইসলাম।
সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার সামছুর রহমানের ছেলে বেলাল হোসেন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বেলাল হোসেনের চিকিৎসার জন্য তার পরিবার দূর্বিসহ জীবন যাপন করছেন। বেলাল হোসেন স্ত্রী ও এক ছেলে সন্তান কে নিয়ে অসহায় হয়ে পড়েছেন।
তার অসুস্থতার খবর শুনে বেলাল হোসেনের পাশে দাঁড়ালেন মানবিক নাট্যশিল্পী ও সাংবাদিক শেখ মনিরুল ইসলাম। শনিবার সন্ধায় শেখ মনিরুল ইসলাম বেসরকরি হাসপাতালে বেলাল হোসেন কে দেখতে যান। এসময় তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
এসময় নাট্য শিল্পী মনিরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত বেলাল হোসেনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। বেলাল হোসেনর সাহায্য পাঠানোর ০১৯৪৩৯৬২৭১৯ মোবাইল নম্বরে বিকাশ করার আহবান জানান বেলালের পরিবার।