আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : শহরের পাকাপোল মোড়ে সর্দার ম্যানশনে শনিবার বিকাল পাঁচটায় খান হোমিও হল (২) এর শুভ উদ্বোধন হয়েছে। ডাঃ হাদি খানের সভাপতিত্বে খান হোমিও হল (২) এর শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জাহিদা আক্তার মিতা।
বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষক ডা: আব্দুল ওহাব আজাদ, ডা: সৈয়েদ কামরুজ্জামান, সরদার ম্যানসনের মালিক মো: মাহবুবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন খান হোমিও হল (২) এর স্বত্বাধিকারী ডা: সিরাজউদ্দিন খান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ আয়াতুল্লাহ আল খোওমিনি । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: এস এম ইসরাইল।