শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শালিখায় প্রাচীন ঐতিহ্য রক্ষায় হাজারীলালের হুক্বা পান

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ১৭, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

আক্তারুজ্জামান মুকুল, (শালিখা) মাগুরা প্রতিনিধি : আজকের দিনে ক্ষেতে খামারে কলের লাঙল দিয়ে জমি চষার সময় কালো ধোাঁয়া উড়তে দেখা যায়। মাত্র বছর দশেক আগে গরু দিয়ে কাঠের লাঙল চষার সময় চাষির কানের গোড়া দিয়ে উড়তে দেখা যেত সাদা ধোঁয়া। কলের ঘরঘরি শব্দের বদলে তখন শোনা যেত কুড়–ৎ কুড়–ৎ শব্দ। এই কুড়–ৎ কুড়–ৎ শব্দযন্ত্রটির নাম হুক্বা। এটি এখন আর প্রায় দেখাই যায় না।

কেবল গ্রামের চাষাভূষাদের কাছেই নয়, একসময় রাজা-জমিদারদের ধুমপানের সৌখিন অবলম্বন ছিল এই হুক্বা। আজকের দিনে সেই হুক্বা আর গড়গড়িয়ার প্রচলন নেই বললেই চলে। তার বদলে সাধারণ মানুষের জন্য বিড়ি, সিগরেট আর ওপরতলার মানুষদের জন্য দেশি-বিদেশি ব্রান্ডের মদ। এর মধ্য দিয়েই মরণঘাতী নেশা ঢুকে পড়েছে গাজা, হেরোইন, চুরুট, ইয়াবাসহ নানা রকম ক্ষতিকর নেশার দ্রব্য। বর্তমান প্রজন্ম এসব মরণঘাতী নেশাদ্রব্যের সাথে খুবই পরিচিত।  তবে এই হুক্বা-গড়গড়িয়া দেখা তো দূরের কথা, নামও শোনে নি অনেকেই।

শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের হুক্বাপায়ী হাজারী লালা বিশ্বাস(৭৫) বলেন, ‘আমি আট/নয় বছর বয়স থেকে হুক্বার নেশা করি। বিড়ি সিগারেটের চেয়ে হুক্বা পানে ক্ষতি কম। এতে তামাকের পুরো প্রতিক্রিয়াটা মুখে ঢোকে না। তামাক আগুনে পুড়ে ধোঁয়ার সাথে উড়ে যায় বেশিরভাগ। আর যেটুকু মুখের দিকে আসে নলচে দিয়ে নিচের দিকে এসে পানিতে গুলিয়ে যায় আরো খানিক। এতে ক্ষতিকর প্রভাবটা অনেক কম হয়।

তাছাড়া হুক্বার পানি অনেক কাজে লাগে। বিশেষ করে একারণেই আমি হুক্বাটাকে ছাড়তে পারিনি।’ হুক্বা পানের তামাক যশোরের নওয়াপাড়া থেকে সংগ্রহ করে আনতে যাতায়াত খরচ পড়ে চারশো টাকা। তামাক কিনতে হয় সাড়ে তিনশো টাকা দরে। তারপরও আছে চিটাগুড়। এত ঝামেলার পরও হাজারীলাল হুক্বা ছাড়েননি কেন জানতে চাইলে তিনি বলেন হুক্বার পানি খুবই উপকারী। অনেক দূর থেকে মানুষ এসে পানি নিয়ে যায়। মানুষের উপকারের জন্যই তিনি হুক্বা পান ধরে রেখেছেন বলে জানান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত