আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন সাতক্ষীরাকে পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা। দেশব্যাপী পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন-এর সাতক্ষীরার টিমের সদস্যরা রোববার পৌর এলাকার নারকেলতলা মোড় হতে কাটিয়া বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
বিডি ক্লিন সাতক্ষীরা টিমের প্রধান সমন্বয়ক অর্পণ বসু জানান, আমাদের সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সাতক্ষীরা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। এর আগে নারকেলতলা মোড় এলাকায় সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা টিম এর সহ সমন্বয়ক সালেহা জান্নাত।
তিনি বলেন, সাতক্ষীরায় যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। আমাদের সমাজে এসব সমস্যা সমাধানের যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা আসলে এগিয়ে আসছে না।
শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। এখান থেকেই আমরা নিজেদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষা পেলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রবিউল আউয়াল, গোলাম সালমনি, সাগর আহমেদ, জহির খান, এসকে মাশরাফি মাহমুদ, ওয়াসিউল ইসলাম, মাহাবুবুর রহমান, মাসুদুর রহমান, আফসানা মিমি, আসাদ আলী, মেহজাবিন খান, তাহসিন প্রমুখ।