বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বাংলা স্যার খ্যাত অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট-২৪) বেলা ১১ টায় মরহুমের কবর জিয়ারত ও সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কৃষি ব্যাংকের ম্যানেজার (সাবেক) শেখ হাবিবুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা (তমিজউদ্দীনের জামাতা) রবিউল ইসলাম মুকুল, নলতা আলিম মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দীন, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, থানা মসজিদের ঈমাম মাওঃ ফারুক হুসাইন, প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সদস্য শেখ লুৎফর রহমান, শেখ আব্দুল করিম মামুন হাসান, জাহাঙ্গীর হোসেন, শেখ নাজমুল হোসেন, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, কবি আলী সোহারাব, কাজী রাফাত হোসেন প্রমুখ।
বক্তাগন বলেন জীবদ্দশায় তিনি একাধারে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন ও রূপকার ছিলেন। এই গুণী মানুষটির ১৯ আগস্ট মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরেও দশম মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত, স্মৃতিচারণ সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে সাথে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু এই মানুষটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো জান্নাতের উচ্চ মাকাম দান করেন এই কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল গফুর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।