নিজস্ব প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সাতক্ষীরা। সোমবার (১৯ আগস্ট) সকালে এ কার্যক্রমের নেতৃত্ব দেন বিডি ক্লিন সাতক্ষীরার প্রধান সমন্বয়ক অর্পণ বসু।
এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরার সহ- সমন্বয়ক সালেহা জান্নাত, জামিল উলফাতুন্নেসা, ওয়াসি উল ইসলাম, জেরিন, আসাদ আলী, উম্মে জাকিয়া, আফসানা মিমি, আব্দুর রহমান, আব্দুল মমিন, মোহাম্মদ মাসুদ, নিশা মলি আরিফ প্রমুখ। বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এই স্লোগান নিয়ে এগিয়ে চলছে বিডি ক্লিন। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই শহীদ মিনার ও এর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।