নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমকে আটক করা হয়েছে। আশাশুনি থানা সূত্রে জানা গেছে-মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম এবিএম মোস্তাকিমের চাপড়ায় বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মেজর কাজী মারুফ-উল ইসলাম।
অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে ৪ বোতল মেয়াদোত্তীর্ণ বিদেশি মদ ও ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে দুপুর ২ টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হলেও রাত পৌনে নয়টার দিকে আগ্নেয়াস্ত্র দুটির বৈধ কাগজ পত্র থাকায় মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রণ ২০১৮ এর ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬ । এই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।