পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা পর্যায়ে ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষকের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে বিসিআর এল প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিআরএল প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সুশীলন কনসালট্যান্ট ড. মোঃ নাসির উদ্দীন। মূল বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সুশীলনের ভ্যানারাবেলিটি রিস্ক অ্যাসেসমেন্ট ড. মো. রমিজ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উন্মুক্ত আলোচনা পরিচালনকারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদার সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, অতিরিক্ত কৃষি অফিসার বিজয় হালদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুন্ডু, আবুল কালাম আজাদ, মোঃ সিরাজ উদ্দিন, তোফায়েল আহমেদ, দেবদাস রায়, মোঃ এনামুল হক। এসময় অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।