বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : বাংলাদেশের দক্ষীণ উপকূলীয় সুন্দরবনের জেলেরা এখন আতঙ্কিত। মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের দারগাং সংলগ্ন ছেড়া নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনীর হাতে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫)ও রেজাউল গাজী (৩৫) মোকছেদ (৪০) আলীকে আটক হয়। পরে শফিকুল গাজীকে জিম্মি রেখে ১ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে বলে জানাযায়।
পার্শ্বেখালী গ্রামের মাছ কোম্পানী হাজি আব্দুর রহমান জানান, সে জিম্মি হয়েছে এটা সত্য তবে কারা নিয়েছে এটা বোঝা যাচ্ছে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু সাংবাদিকদের জানান, অপহৃতদের পরিবার থেকে কিছু জানাচ্ছে না। এলাকার মানুষ বলাবলি করছে তাকে ডাকাত জিম্মি করেছে। তিনি আরো বলেন, শফিকুলের সাথে থাকা দুই সহযোগী ফিরে না আসা পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাবে না। প্রসঙ্গগত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে সারাদেশে বিএনপি-জামায়াত সহ প্রায় সকল রাজনৈতিকদল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
এই সুযোগ কাজে লাগিয়ে কিছু দুস্কৃতিকারীরা নিরাপত্তায় থাকা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। সারা দেশের চার শতাধিক থানা থেকে লুট হয় পুলিশের কয়েক হাজার অস্ত্র ও গোলাবারুদ শুধু পুলিশের অস্ত্র নয়, থানায় জমা থাকা সাধারণ মানুষের অস্ত্রও খোয়া গেছে। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হারিয়ে যাওয়া অস্ত্রের একটা অংশ এখনো থানায় জমা হয়নি।
কৈখালী স্টেশনের কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বলেন, এধরনের কোন ঘটনা আমি জানিনা। যেহেতু এখন সুন্দরবন বন্ধ তারপরো পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেব। শ্যামনগর থানার দায়িত্বে থাকা কর্মকর্তা কাছে বনদুস্যুর কাছে জিম্মি জেলের বিষয় জানতে চাইলে বলেন, আমি এখনো এধারণের কোন তথ্য পায়নি। জিম্মি হওয়া জেলের পরিবর থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে কিনা জানতে চাইলে বলেন এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি তবে উদ্ধারের চেষ্টা চলছে।