সকাল ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ২ কেজি হেরোইন আটক করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট ২০২৪) ভোর রাত ৫টার দিকে বিজিবির ধাওয়া খেয়ে একদল চোরাকারবারীর ফেলে যাওয়া উক্ত হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২১ আগষ্ট ভোর ৪.৫০টার দিকে কাকডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাঠোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস ৭ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে আগত মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে।
এ সময় চোরাকারবারীরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত এলাকা তল্লাশী করে একটি ব্যাগ হতে ২ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ টাকা আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।