বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরার বর্ষা এনজিও’র মালিকানাধীন সিবি হাসপাতাল ভাঙচুর করেছে ক্ষুব্ধ গ্রাহকরা

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ২১, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

শেখ মনিরুল ইসলাম : পাওনা টাকা ফিরে পাওয়ার দাবীতে সাতক্ষীরায় বরসা এনজিও মালিকানাভুক্ত সিবি হাসপাতাল ঘেরাও ও ভাংচুর করেছে ক্ষুব্ধ গ্রাহকরা। ২১ আগস্ট বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে টহলরত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করে তারা। এর আগে গ্রাহকরা বরসা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে ১০ মিনিটের মধ্যে উপস্থিত হবার আহবান জানালে তিনি সেখানে উপস্থিত হন। এনজিওটির মালিকানাভুক্ত সকল সম্পত্তি বিক্রি করে ২-৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেন আশিকুর রহমান। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয়।

গ্রাহকরা জানান, ২০০৮ সাল থেকে বরসা এনজিও ফিক্সড ডিপোজিট এ ৫ বছরে দ্বিগুন প্রদানসহ জমা টাকার উপর অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে এনজিওটির মালিক আনিসুর রহমান মারা যাবার পর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমান দীর্ঘদিন সেই টাকা না দিয়ে কালক্ষেপন করছেন। ইতিপূর্বে বর্ষা এনজিও এর মালিকানাধীন সকল সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধের ব্যাপারে কয়েকবার প্রতিশ্রুতি দিলেও তিনি কথা রাখেননি। বরং কৌশলে জমি তার ও তার স্বজনদের নামে হস্তান্তর করেছেন। পুলিশকে ম্যানেজ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন।

বর্তমানে তারা আর্থিকভাবে খুব কষ্টে আছেন, অনেকে অনাহারে কিংবা অর্ধবেলা খেয়ে বেঁচে আছেন। এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার আহবান জানান গ্রাহকরা। সবশেষে সিবি হাসপাতালে ভাংচুরের পর সেনাবাহিনীর টহল দল এসে বরসা এনজিও এর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় ৫ জন গ্রাহক ও মালিকপক্ষের ৫ জনকে একত্রে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে বিষয়টির মিমাংসা হবে বলে জানান সেনাবাহিনীর সদস্যরা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর