রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোশখালী সরকারী খাল উন্মুক্তসহ জ¦লাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ শে আগষ্ট ) বিকাল ৫ টায় বোশখালী গ্রামে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করে।
মানব বন্ধনে এলাকাবাসীরা বলেন , আমরা বহু বছর ধরে তিন শতাধিক পরিবার বোশখালী গ্রামে বসবাস করে আসছি। উপকূলীয় এলাকায় হওয়ায় প্রতি বছর ঝড় জলোচ্ছাসের সাথে যুদ্ধ করে জীবন ধারন করে চলেছি। প্রতি বছর বর্ষার পানিতে আমাদের ঘরবাড়ী, পুকুর, গাছাগাছালি, ক্ষেতের সবজি, মৎস্য ঘেরসহ ধান্য ফসলের ক্ষতি সাধন হয়। স্থানীয় কতিপয় ব্যক্তি বোশখালী পানি নিষ্কাষনের সরকারী খাল দখল করে রাখার ফলে প্রতি বছর জ¦লাবদ্ধতা সৃষ্টি হয়। প্রসূতি নারী বা অসুস্থ্য ব্যক্তিকে কোন জরুরী চিকিৎসা সেবাই নিয়ে যাওয়া খুবি কষ্টকর।
বর্তমানে আমাদের গ্রামটি পানিতে তলিয়ে আছে। আমরা খুবি মানবেতার জীবন যাপন করছি। এ সময় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী বোশখালী সরকারী খাল উন্মুক্তসহ জ¦লাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি )সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। মানব বন্ধনটি পরিচালনা করেন সাংবাদিক মোঃ আকতার হোসেন।