বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

নলতা কলেজ অধ্যক্ষ’র পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের সাথে নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ২২, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের এক দফা দাবিতে কলেজের সকল শিক্ষক কর্মচারী ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা কলেজের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সাথে কার্যালয়ে দেখা করেন, কলেজের শিক্ষক কর্মচারীরা নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি সহ কলেজের নিয়োগ বাণিজ্যের নানা অনিয়ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তার পদত্যাগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, কলেজের ইতিহাস বিভাগের সরকারি অধ্যাপক মুস্তাক হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ এবাদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলতাফ হোসেন, প্রভাষক এস এম শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক ইংরেজি মানস কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক তানভীর হোসেন প্রমূখ।

এর আগে বৃহস্পতিবার একই দিনে নলতা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অধ্যক্ষ তোফায়েল আহমেদের পদত্যাগ সহ নানা অভিযোগ তুলে ধরেন। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রনি, মেহেরব, হামিদুল, আজমির, সুরাইয়া, তিশা, ইকবাল সহ আরো অনেক।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ পালিয়ে রয়েছে। গত রবিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ বন্ধ রয়েছে । শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস নিচ্ছেন না কলেজের ৪৫ জন শিক্ষক কর্মচারী এক কাগজে স্বাক্ষরে জানিয়েছে অধ্যক্ষ তোফায়েল আহমেদ পদত্যাগ না করলে তারা কোন ক্লাস নিবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল বিষয়ে অবিহিত হয়ে বলেন আমি বিষয়টি জানলাম তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে কলেজের সার্বিক বিষয়ে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। যদি কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবি করলে তা মেনে নেওয়া উচিত। এদিকে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে এমন জাফরুল আলম বাবু ও কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ পদত্যাগের দাবী করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষক কর্মচারীরা সহ এলাকা সুধীজন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

খুলনায় চতুর্থ শিল্প বিপ্লব ও গণমাধ্যম শীর্ষক সেমিনার

মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বর্ণিল আয়োজনে বর্ষ বরণ

দেবহাটায় আ’লীগ নেতার ছেলেকে পিটিয়ে জখম

তালায় জন্ম নিবন্ধন বিষয়ক মাইকিং প্রচারণা

“দৈনিক সাতক্ষীরার সকাল” পত্রিকার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান

মুক্তিযোদ্ধা সৈয়েদ আলীর মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমি নিরলসভাবে পরিশ্রম করেছি- এমপি রবি

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় এসএসসি’তে জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা