শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে জাতীয়তাবদী যুবদল এর অস্থায়ী কার্যালয়ে (২১ অক্টোবর) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবদী যুবদল মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়ারাজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হামজা (আবু)।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান (সিদ্দিক)সহ অত্র মুন্সিগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। কর্মী সমাবেশ অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত ১৫/১৬ বছর আওয়ামী সৈরস্বাশকের বিভিন্ন অনিয়ম, অর্থআত্মসাৎ, জেল যুলুম, গুম ও খুনের হাত থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। কিছু দুষ্কৃৃতকারী বিভিন্ন বাড়িতে চাঁদাবাজী, চুরি করছে এরা দলেরকেহ নয়। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে যাহাতে ৩য় কোন পক্ষ সুযোগ নিয়ে দলের ভাবমুর্তি নষ্ট না করে।