কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে সাব রেজিস্ট্রি অফিসে বিগত সারা সপ্তাহ জুড়ে মাত্র দুই দিন জমি/দলিল রেজিস্ট্রি সম্পাদন করা জন্য অফিস হতো। বর্তমানে দুই দিনের পরিবর্তে সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহে চার দিন দলিল রেজিস্ট্রি কার্যক্রম হচ্ছে বা রেজিস্ট্র অফিস খোলা থাকছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে অধিদপ্তর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাতক্ষীরার কালিগঞ্জ দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন হাওলাদার জানান আমি গত (১১ আগস্ট) রোববার কালিগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে নতুন যোগদান করেছি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কালিগঞ্জ রেজিস্ট্রি অফিসে গেলে সাব রেজিস্ট্রার তিনি সাংবাদিকদের আরো ও জানান এই সর্ব প্রথম কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন মৌজার সরকারি নির্ধারিত দলিল রেজিস্ট্রি মূল্যে অনুযায়ী সোনালী ব্যাংক অথবা এনআরবিসি ব্যাংকে চালান ফর্মে মাধ্যমে দলিল রেজিস্ট্রি সরকারি ফি বাবদ টাকা জমা দিয়ে চালান ফরম, দাতা এবং গ্রহীতার এন আই ডি কার্ড এবং জমি রেজিস্ট্রিকৃত জাবেদা সি এস, এস,এ /আর এস রেকর্ড হাল সনের খাজনা দাখিল সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ও দলিলপত্র দিয়ে প্রথমে অনলাইনে যাচাই-বাছাইয়ের পর পরবর্তীতে জমি রেজিস্ট্রির কার্যক্রম করা হয়।
সে ক্ষেত্রে কোন ব্যক্তি একই জমি দুইবার দলিল করার কোন সুযোগ থাকবে না বা ভুয়া কাগজপত্র মাধ্যমে কোনভাবেই জমি রেজিস্ট্রি কার্যক্রম করতে পারবেন না। এ সময় উপজেলা দলিল লেখক ফেরেস্তার খায়রুল বাশার, আব্দুল গফফার, মোঃ কাজল, আব্দুল খালেক, আব্দুল কাদের, আলহাজ্ব মোঃ নূর আব্দুল বিশ্বাস, মোঃ আব্দুল হালিম, মোঃ ছভেদ আলি, মোঃ আরিফ উদ্দিন বিশ্বাস, মোঃ আলাউদ্দিন বিশ্বাস, বাবু সুধীর ঘোষ, মোঃ আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ ফারুক হোসেন, প্রমুখ সহ আরো অনেকে জানান এর আগে সপ্তাহে মাত্র দুইদিন দলিল রেজিস্ট্রি কার্যক্রম হলেও আমাদের চরম বিপাকে পড়তে হতো এরমধ্যে কোন সপ্তাহে একদিনও অফিস হতো না সে ক্ষেত্রে আরও চরম বিপাকে পড়তে হতো সে ক্ষেত্রেও জমির দাতা ও গ্রহিতা চরমভাবে হতাশা গ্রস্থ ও হয়রানি শিকার হত।বর্তমান সময়ে সপ্তাহে চার দিন অফিস চলা সহ অফিসের কার্যক্রম শুরু হাওয়ায় আমরা দলিল লেখকগণ জমির দাতা ও গ্রহীতা সহ সাধারণ মানুষ অনেক খুশী হয়েছেন বলে জানান।