আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১২ টায় আশাশুনির চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিন, আব্দুল খালেক, অশোক কুমার সরকার প্রমুখ। বক্তারা বলেন আমরা খুব কষ্টে আছি,আমরা প্রকৃত জমির মালিকগন হাজির হয়েছি।ডিগ্রির রায় আমাদের পক্ষে থাকলেও দখল বুঝে নিতে দিচ্ছে না ভুমি দস্যুরা ।
এযাবত আমরা সঠিক কাগজ পত্র নিয়ে দারে দারে ঘুরলেও ক্ষমতার দাপট দেখিয়ে দখল বুঝিয়ে নিতে দেননি ভুমি দস্যুরারা। দেবহাটা উপজেলার জগন্নাথপুর মৌজার ২১৬ একর ৫৭ শতক ও পারুলিয়া মৌজার ৪৭২ একর ৫৭ শতক জমির মধ্যে কোবলাকৃত,রেকর্ডীয়, ডিগ্রির রায়ে যেটুকু সম্পত্তি প্রাপ্য তার বেশি আমাদের প্রয়োজন নেই।মানববন্ধনে বক্তারা ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রসাশনের কাছে আসু হস্তক্ষেপ কামনা করেন।