দেবহাটা ব্যুরো : দেবহাটায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে সুদ মুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। ২২ আগষ্ট বৃহস্পতিবার সমাজ কল্যান মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটা উপজেলা পরিষদের সামনে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পারুলিয়া চালতেতলা ৩৬ টি পরিবারের মধ্যে ৯,৮০,০০০ (নয় লক্ষ আশি হাজার টাকা) সুদমুক্ত ঋণের চেক বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ফিল্ড সুপারভাইজার ময়নুল হাসান, ইউনিয়ন সমাজ কর্মী মুকুল হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।