নিজস্ব প্রতিনিধি : ভারত থেকে আসা ঢল এবং রেকর্ড বৃষ্টিতে ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। ভয়াবহ ও আকস্মিক এই বন্যায় ১৫টিরও বেশি জেলায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। মানুষ মারা গেলেও কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুকনো মাটির সন্ধানে ঘুরতে হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
মশিউর রহমান বাবু বলেন, ভয়াবহ ও আকস্মিক এই বন্যায় বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টির অধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এমতাবস্থায় মানবিক দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতি, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত। ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই’ এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে আসুন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই’। এ ছাড়া অন্তর্বরতীকালীন সরকারের সকল কার্যক্রমে সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু।