কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা পিস ফেসিলিটিটির গ্রুপ (পিএফজি) গ্রুপের আয়োজনে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলা পিএফজি গ্রুপের এম্বাস্যেডর মাফুজা খানমের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনা এলাকার কোঅর্ডিনেটর এস এম রাজু জাবেদ, ফিল্ড অর্ডিনেটর আবু তাহের, বক্তব্য রাখেন উপজেলা পিএফজি গ্রুপের সদস্য সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলন এর পরিচালক পি এফ জি গ্রুপের সদস্য মোস্তফা আক্তারুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পিএফজি গ্রুপের সদস্য শেখ সাইফুল বারী সফু, উপজেলা ইমাম সমিতির সভাপতি পিএফজি সদস্য হাফেজ আব্দুল গফুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিএফজি সদস্য মিলন কুমার ঘোষ, পিএফজি সদস্য ইলাদেবী মল্লিক, পি এফ জি সদস্য এস এম আহমদ উল্লাহ বাচ্চু, শেখ খায়রুল ইসলাম, শান্তি চক্রবর্তী, লাইলী পারভীন, শরিফুল ইসলাম, নয়ন দাশ, মোঃ মহিবুল্লাহ, শেখ পারভেজ ইসলাম, আরেফিন নেহা, আকাশ দাস প্রমূখ।
কালিগঞ্জ উপজেলা পিএনজি গ্রুপের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয় শান্তি ও সম্প্রীতি লক্ষে উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপ, রাজনৈতিক-নেতৃবৃন্দদের নিয়ে গোলটেবিল বৈঠক, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে সম্প্রীতির বৃক্ষরোপণ ও নাটক সহ উপজেলা প্রশাসন ও পরিষদের সাথে মতবিনিময় অন্যান্য কর্মসূচি গৃহীত হয়েছে।