মোঃ রবিউল ইসলাম : সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত, শ্লীলতাহানী ও চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
থানায় দায়েরকৃত এজাহার থেকে জানা গেছে, বালিথা গ্রামের প্রবাসী আ: রাজ্জাকের স্ত্রী ২সন্তানের জননী ফতেমা খাতুন ফুটফুটে (২৬)কে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিপক্ষ আছের আলীর পুত্র রাসেল (২২) ও হোসেন আলী (২৫),মৃত আয়জুদ্দীনের পুত্র আছের আলী (৪৫),এশার আলীর পুত্র মিলন(১৯),আ: রাজ্জাকের পুত্র এনামুল( ২০),মোজাহার আলীর পুত্র আ: রাজ্জাক (৩৭) ও শওকত আলী মোল্লার পুত্র ফজলু (২০)সহ অজ্ঞাত আরও ১৪/১৫ জন গত ২৩ আগষ্ট শুক্রবার বেলা আনুমানিক ১১ টার দিকে ধারালো দাসহ লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।
এসময় তারা তার শ্লীলতাহানিসহ ১ভরি ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় ভিকটিম ফতেমা খাতুনকে তাদের কবল থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় ভিকটিমের দেবর মোনতাজ আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের পূর্বক মামলার প্রস্তুতি চলছিল বলে সুত্রটি জানিয়েছেন।