ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ধুলিহর ব্রহ্মরাজপুর ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে হুমকিও চাঁদাদাবি এবং চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে ২৪ আগস্ট শনিবার সকালে ঘন্টাব্যাপী দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন পালন করে।
ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মিনাজ মোর্শেদ, গ্রাম্য ডাক্তার মোশাররফ হোসেন, বিকাশ ঘোষ, ইউপি সদস্য লুৎফর রহমান, গোলাম মোস্তফা বাবু, জাকির হোসেন মুহুরি , এম এ হাসান, শ্রমিক নেতা আবদুস সালাম, সাবেক ইউপি সদস্য ছোট্টু ঘোষ, শেখ হাফিজুল ইসলাম, শিক্ষক নিলিপ কুমার, সার ব্যবসায়ী সুবীর কুমার শাহা , মুকুল হোসেন, শাহিন হোসেন, আলমগীর হোসেন, মনিরুল ইসলাম, সবজি ব্যবসায়ী নজরুল ইসলাম, মুদি ব্যবসায়ী দেবব্রত শাহা পঁচা, সম্ভূ নাথ শাহা প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন- চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছে।
চাঁদা না দিলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা ব্যবসায়ী ও দোকানদাররা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, বাজারে অর্ধশতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে ২৫-৩০ লাখ টাকা চাঁদা নেয় মাসুদ বাহিনীর সদস্যরা।
তাকে চাঁদা না দিলে দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায় মাসুদ বাহিনীর সদস্যরা। গত ৫ আগস্ট মাসুদ এবং তার বাহিনীর সদস্যরা ব্রহ্মরাজপুরের ইউপি সদস্য ও বি ডি এফ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিমকে বেদম প্রহার করে দেড় লাখ চাঁদা দাবি করে। তিনি আরো বলেন ধুলিহর ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মাসুদ বাহিনীর সদস্যদের হাতে জিম্মি। তাঁরা যখন তখন মানুষকে অপমান, মারধর করে চাঁদা আদায় করে। মাসুদ সন্ত্রাসের রাজত্ব কায়েম করায় এই সমস্ত এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে জীবন যাপন করছে। বক্তরা আরো বলেন- কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কতৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদাদাবি করায় তাদের আইনের আওতায় এনে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সমগ্র মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. খুরশীদ আলম।