মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জামিনে মুক্তি পেলেন গণমানুষের নেতা সাবেক এমপি হাবিবসহ ৪৬ নেতাকর্মী : জেলাজুড়ে আনন্দ মিছিল

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ২৭, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬নেতা-কর্মী। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকাস্থ উচ্চ আদালতের ১১নং বেঞ্চ থেকে তিনিসহ বিএনপির সকল নেতা-কর্মীকে জামিন দেয়া হয়।

এর ফলে তিনিসহ সকল নেতা-কর্মীকে কারাগার হতে বের হতে আর কোন বাঁধা নেই বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এড. শাহানারা আক্তার বকুল। তিনি জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২বছর পর কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে মনগড়া মিথ্যা চার্জশীট দাখিল করেন।

যার প্রেক্ষিতে বিতর্কিত চার্জশিট ও মিথ্যা স্বাক্ষরের ভিত্তিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এরমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করে আদালত। নি¤œ আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। ইতোমধ্যেই এই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চারজন বিএনপি নেতা কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে।

সাবেক এমপি হাবিবসহ ৪৬জন বিএনপি নেতাকর্মী অদ্যাবধি কারা ভোগের পর মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের ১১নং বেঞ্চ থেকে তিনিসহ সকল নেতা-কর্মীদের জামিন প্রদান করা হয়। তিনি আরও জানান, এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ সকল নেতা-কর্মীকে কারাগার হতে বের হতে আর কোন বাঁধা নেই। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ সকল নেতা-কর্মীকে উচ্চ আদালত জামিন মঞ্জুর করার খবরে জেলাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আমাদের কলারোয়া প্রতিনিধি জানান, কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় প্রায় ৪বছর কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০নেতা জামিন পাওয়ায় কলারোয়ায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আনন্দ মিছিল বের করে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে মিথ্যা মামলায় জামিন লাভ করায় মুহুর্মুহু ¯েøাগানে মুখরিত হয় কলারোয়া পৌর শহর।

উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সরব পদচারণায় কলারোয়া মিছিলের শহরে পরিণত হয়। আনন্দ মিছিল শেষে সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্ত¡রে নেতা-কর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা ও সাজানো মামলায় স্বৈরাচারী সরকারের ফরমায়েসি রায়ের ধিক্কার জানানো হয়।

জামিনপ্রাপ্ত নেতৃবৃন্দের আগমনে উজ্জীবিত হয়ে উঠেছেন সকল পর্যায়ের নেতা-কর্মীরা। দলীয় কার্যক্রমে গতিশীলতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন বক্তারা। সেই সাথে কারাবন্দি থাকাকালীন বিনা চিকিৎসায় ৪ নেতার করুণ মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় সমাবেশে। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম-আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আবু জাফর, বিএনপি নেতা শওকত হোসেন, এমএ রব শাহিন, মীর রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, বিএম পলাশ, শেখ ফরহাদ হোসেন তপু, কাজী সিরাজ, সরোয়ার খান, জাহাঙ্গীর হোসেন, রওশন আলি, ডা. আবদুল মজিদ, নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, মুসা কারীম, প্রভাষক আব্দুস সালাম দিলু, দোয়েল, ছাত্রদল নেতা শাহাজালাল সাজু, জিএম সোহেল প্রমুখ।

এদিকে আমাদের তালা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিন পাওয়ায় তালা উপজেলা ১২টি ইউনিয়নের নেতাকর্মী সমর্থকরা প্রাণ ফিরে পেয়েছে। উপজেলা বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বিকালে তালা উপ-শহরে আনন্দ মিছিল, পথসভা, মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা যুব দলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক মো. সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম ইয়াছিন উল্লাহ, তালা সদর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো. আহম্মদ আলী সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, তালা থানা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমানসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের পাটকেলঘাটা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের জামিনে মুক্তির খবরে পাটকেলঘাটায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মিরা। মঙ্গলবার সন্ধ্যায় পাটকেলঘাটায় বিএনপি, যুবদল, ছাত্রদল কৃষকদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল করে নেতা কর্মিরা। মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আমাদের নগরঘাটা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের জামিনে মুক্তির খবরে তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নে আনন্দ মিছিল করেছে নেতাকর্মিরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের বিএনপির সভাপতি মো. মাহব্বত আলী সরদার, সাংগঠনিক সম্পাদক বিএনপি মো. আখতারুজ্জামান মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক তালা উপজেলা বিএনপি মো. আতাউর রহমান আতা, এরশাদ হোসেন মিলন আহবায়ক যুবদল, মাসুম বিল্লাহ বাচ্চু সদস্য সচিব যুবদল,সেলিম হোসেন সভাপতি ছাত্রদল, মো. আলতাফ হোসেন সভাপতি তাঁতি দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আমাদের শ্যামনগর প্রতিনিধি জানান, শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬জন নেতা-কর্মী জামিন পাওয়ায় আনন্দ মিছিল করেছে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্স গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্যামনগর উপজেলা যুবদলের আহŸায়ক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায় আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা। সমাবেশে বক্তারা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ কারাবন্দী ৪৬জনের জামিন পাওয়ায় আনন্দ প্রকাশ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

উরুগুয়ে-সাউথ কোরিয়া সমানে সমান, গোল পায়নি কেউই

অসংক্রামক রোগ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভায় বাজেট বরাদ্দ শীর্ষক আলোচনা সভা

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জামাদি হস্তান্তর

কালিগঞ্জে ভূমিসেবায় এ্যাসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ

কালিগঞ্জে বসন্তপুর সীমান্তে নদী ভাঙন ৪টি স্থান ঝুঁকির মধ্যে

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে শহিদ মিনার নির্মাণের ঢালাই কাজ উদ্বোধন

পাটকেলঘাটায় লাভজনক হয়ে উঠেছে ঘেরের আইলে সবজি চাষ

খাজরায় এক নারী শ্রমিকের নিজের অর্থে শ্মশান ঘাটের আশ্রম ঘর তৈরী

শ্যামনগরে র‌্যাবের অভিযানে বাঘের চামড়া উদ্ধার