কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর পল্লী এলাকার ঘলঘেষিয়া নদীর বাঁশতলা এলাকায় ওয়াপদা বাঁধের ভাঙা কালভার্ট এর কবলে ভেড়ীবাধ ঝুকির মধ্যে পতিত, ব্যক্তি উদ্যোগে নির্মিত পুরাতন এ কালভার্ট তৈরীর দাবী উঠেছে এলাকাবাসীর।স্বরেজমিনে গিয়ে দেখা যায় বিষ্ণুপুর এলাকার বাঁশতলা বাজার হইতে জৈনক ছাত্তার মোড়লের বাড়ি অভিমূখে ওয়াপদা রাস্তা বোরিং/ছিদ্র করে ১৫-২০ বছর পূর্বে ব্যক্তি উদ্যোগে নির্মিত কালভার্টটি ভেঙে নষ্ট হওয়ার শেষ প্রান্তে প্রায় ।
তার পরেও নীলকন্ঠপুরের বদর উদ্দিনের ছেলে আব্দুল জলিল ভগ্ন প্রায় কালভার্ট দিয়ে পার্শবর্তী নীলকন্ঠপুর মৌজার প্রায় ৪ শত বিঘা মৎস্য প্রকল্পের জমিতে পানি উঠানো- নামানো অব্যাহত রেখেছে। ফলে ওয়াপদা বাধটি ওই স্থানে চেপে বসে ভেঙে যেতে পারে যেকোনো মুহূর্তে। এলাকাবাসী ধারণা করছে নদীর পানি বৃদ্ধি হলে যে কোন মুহুর্তে বাঁধটি ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হতে পারে।
এলাকা বাসী সূত্রে আরো জানা যায় আব্দুল জলিল দীর্ঘদিন যাবত ব্যক্তি স্বার্থে ঝ’কিপূর্ণ কালভার্ট দিয়ে পানি উঠায়ে প্রতি বছর ঘের মালিক দের নিকট থেকে বিঘা প্রতি ২/৩ শত টাকা হারে চাঁদাবাজি করে ১০/১২ লক্ষ টাকা আত্মসাত করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উদ্ধাতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।