শহর প্রতিনিধি : জেলা হাফেজ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২৮ আগস্ট) মুন্সীপাড়া কাজী সামছুর রহমান মিলনায়তনে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। হাফেজ মনোয়ার হোসেন মমিন আহ্বায়ক ও হাফেজ কাজী সাইদুর রহমান কে যুগ্ম আহ্বায়ক করে সর্ব সম্মতে এই কমিটি ঘোষণা করেন হাফেজ মাওলানা মুহাদ্দিস মুফতি রবিউল বাসার।
এছাড়া হাফেজ মোঃ অহিদুজ্জামান অহিদ অর্থ সম্পাদক, হাফেজ মোঃ রফিকুল ইসলাম সদস্য, হাফেজ আব্দুর রাজ্জাক সদস্য করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা সদর শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, কুরআন রিচার্জ ফাউন্ডেশন ঢাকা’র সদস্য মনিরুল ইসলাম ফারুকী, এ সময় আরো উপস্থিত ছিলেন হাফেজ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ জুলফিকার আলী, সাবেক সহ-সভাপতি হাফেজ আব্দুল হাকিম, হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা সদর শাখার সভাপতি হাফেজ আব্দুস সালাম, হাফেজ পরিষদের সদস্য হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ আসাদুজ্জামান মনা, হাফেজ ইব্রাহিম সহ হাফেজ পরিষদের সদস্যবৃন্দ।